বেলাব হতে মোশারফ হোসেন নীলুঃ
নরসিংদীর বেলাবতে জেলা পরিষদের অর্থায়নে বেলাব বাজার কেন্দ্রিয় জামে মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধ ও মুসুল্লীদের নিরাপত্তার কথা চিন্তা করে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে জেলা পরিষদের চেয়রম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়ার উদ্যোগে ও জেলা পরিষদের অর্থায়নে এই টানেল প্রদান করা হয়। জীবানু নাশক এ যন্ত্রের উদ্বোধন করেন বেলাব উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শমসের জামান ভূঁইয়া রিটন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, জেলা পরিষদের সদস্য মোঃ মেরাজুল ইসলাম মেরাজ, বেলাব ইউনিয়ন চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, সাবেক চেয়ারম্যান আবু লায়েছ সহ অন্যান্যরা। স্বয়ংক্রিয় সংক্রমণ রোধকযন্ত্র উদ্বোধন শেষে বেলাব উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন জেলা পরিষদকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত সকলকে করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পাবার জন্য স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
Leave a Reply