সোনাগাজী প্রতিনিধিঃ
সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন তার ব্যক্তিগত তহবিল থেকে আজ বিকালে উপজেলার ৬৫টি কওমী শিক্ষকদের মাঝে ঈদ উপহার প্রদান করেন।
এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রফিকুল, আবুল কালাম, রওজাতুল উলুম রহমানীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন মেহেদী সহ বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন বলেন, করোনা মহা প্রাদুর্ভাবের কারণে প্রায় দুইমাস কওমী মাদ্রাসা গুলো বন্দ রয়েছে। কওমী মাদ্রাসা গুলো মানুষের অনুদানে চলে। তাদের নিজস্ব কোনো আয় নেই। তাদের পাশে আসাদের একটু দাঁড়ানো উচিত। তারই প্রেক্ষিতে আমার ব্যক্তিগত তহবিল থেকে ৬৫জন কওমী শিক্ষকদের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরে ভালো লাগছে। এছাড়াও বিএনপির অসহায় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
Leave a Reply