ভৈরব সংবাদদাতা ঃ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর ৫ টায় ঢাকা – সিলেট রোডের বি বাড়িয়া জেলার আশুগন্জ মোড়ে র্্যাব ১৪ , ভৈরব ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র, এডি চন্দন দেব নাথের একটি চৌকোষ দল জানতে পারে যে , একদল মাদক কারবারী চুনারঘাট এলাকা থেকে ট্রাক ও মাইক্রোবাসে করে এই দুর্যোগ মুহুর্তে দেশের বিভিন্ন স্হানে মাদক দ্রব্য পাচার করে যাচ্ছে , সেই সংবাদের ভিত্তিতে ভৈরব র্্যাব ক্যাম্পের এই দলটি মাইক্রোবাস ও ট্রাক তল্লাশি করে ৪৪ কেজি গাজা সহ তিন জনকে ১) তালেব ২) নাসির(৪০) ৩) শফিউল আলম(২২) কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
Leave a Reply