ভৈরব সংবাদদাতা: আজ ১৬ মে শনিবার দুপুর ২টার দিকে ভৈরব পৌর শহরের নিউ টাউন এলাকায় ফুল মিয়া সিটি প্রাঙ্গনে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরব। এ সময় সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ, সংগঠনের ত্রাণ বিতরণ কর্মসূচীর আহ্বায়ক ওমর ফারুক রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. আল আমিন, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. হাফিজ উদ্দিন, ভ্রমণ বিষয়ক সম্পাদক সুজন মাজহার, প্রচার বিষয়ক সম্পাদক মীরণ তানিম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তারিফ, উপ-প্রচার সম্পাদক ইমরান হোসেন, উপ-দপ্তর সম্পাদক গোলাম আরেফিন, সম্মানিত সদস্য মো. জাবেদ উমর কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ বিষয়ে সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মুন্না বলেন, ভৈরব ব্যাংকার্স এসোসিয়েশনের সদস্যদের মাসিক বেতন ও বোনাসের টাকা থেকে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ খেটে খাওয়া ২১৫ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করা হয়। অল্প সংখ্যক লোকের মধ্যে এ উপহার বিতরণ উদ্বোধন করে পরে পর্যায়ক্রমে বাকী পরিবারের ঘরে ঘরে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, পেঁয়াজ, আলু, তেল, চিনি, লবণ, সেমাই, নুডুলস্ ও পিঠা।অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরব এর সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
Leave a Reply