ভৈরব সংবাদদাতা ঃ
কিশোরগঞ্জের ভৈরবের কালীপুর এলাকা থেকে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা বালিশ ভর্তি ৩ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৬ টায় র্্যাব ১৪ , ভৈরব ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র, এডি চন্দন দেব নাথের একটি চৌকোষ দল জানতে পারে যে , একদল মাদক কারবারি ভৈরব কালিপুরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে , অত্যন্ত অভিনব কায়দায় , বালিশের ভিতরে রেখে, । তারা বিভিন্ন এলাকা থেকে মাদক এনে এলাকায় বিক্রি করে আসছে, এই দুর্যোগ মূহুর্তেও ।, সেই সংবাদের ভিত্তিতে ভৈরব র্্যাব ক্যাম্পের এই দলটি আজ ভোর ৬ টায় কালিপুর অভিযান পরিচালনা করে ,একটি বাড়িতে ঘরের বালিশের ভিতর থেকে ৩ কেজি গাজা উদ্বার করে (১) মো : হান্নান মিয়ে পিতা মৃত,মতি মিয়া ও (২) মো: শামীম মিয়া পিতা মৃত মো: গেদু মিয়া কে উত্তর পাড়া কালিপুর থেকে আটক করে। উল্লেখ্য যে তারা গাজা ভিতরে রেখে মাথার নিচে বালিশ নিয়ে ঘুমিয়েছিলো ।
Leave a Reply