সংবাদদাতা : সাত বছর বয়সে পবিত্র রমজানে আজ কোরআন খতম দিয়েছে। নাম শাহরিয়ার আহমেদ (দিগন্ত) পিতা আব্দুল হান্নান , পেশস : সাংবাদিকতা । সে নাসিরনগর শিশুকাননের ২য় শ্রেণীর ছাত্র। আজ ১৭ মে ২০২০ ও ২৩ রমজান রোজ রবিবার পবিত্র কালামে পাক কুরআনুল করিম খতম(পড়ে শেষ) করেছে। তাছাড়াও সে প্রতিদিন করোনা ভাইরাসের দোয়া ও সুরা ইয়াছিন পাঠ করে। সে আজ ইফতারের সময় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে দেশ বাসীকে রক্ষার জন্য মহান অাল্লাহ পাক রাব্বুল অাল অামিনের কাছে দোয়া করেন । তাছাড়াও তার এ খতম উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে গ্রামের ৩৮ জন অসহায়,বিধবা,প্রতিবন্ধী,কর্মহীন নারী পুরুষ ও দুই জন অালেমকে ইফতার করানো হবে।
প্রিয়,দেশবাসী,প্রবাসী ও ফেসবুক বন্ধুরা অাপনারা সবাই অামার বাবুটির জন্য দোয়া করবেন, অাল্লাহ পাক যাতে তার দোয়া কবুল করেন এবং তাদের দোয়ার কারনে এই করোনা ভাইরাস থেকে দেশ ও বিশ্ববাসীক রক্ষা করেন।
Leave a Reply