।
বেলাব হতে মোশারফ হোসেন নীলুঃ
করোনা মহামারিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ও হতদরিদ্র একহাজার নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ ইউনিয়নের ৭৮নং সররাবাদ দঃ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে ১৮ মে সোমবার সকাল ১০ ঘটিকায় এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার সররাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বি এন পি ‘র আহবায়ক জহিরুল হক তানভীরের নিজস্ব অর্থায়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা ছাত্রদলের আহবায়ক রবিন মোল্লা,সররাবাদ ইউনিয়নের বি এন পির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান,যুবদল নেতা আসাদুলহক শাহিন,মোঃ জোহানসহ প্রমুখ। জহিরুল হক তানভীর জানান করোনা মহামারিতে আমার ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের মাঝে আমার ব্যাক্তিগত অর্থায়নে আগেও ত্রাণ বিতরণ করেছি, আজকেও এক হাজার মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করেছি এবং যতটুকু সম্ভব পরবর্তিতে আমার পক্ষ হতে এই ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।তিনি সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগীতা নিয়ে অসহায়দের পাশে দাড়ানোর অনুরোধ করেন।
Leave a Reply