এম আর ওয়াসিম,ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ৬শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী উপহার বিতরন করা হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকারি এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান মন্ত্রীর দেওয়া চাল, ডাল, আলু, মিষ্টি কুমড়া, চিনি, সেমাই ও দুধ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরন করেন।
বিতরণের সময় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’র’ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্সের সভাপতি হুমায়ূন করিব, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের এপিএস ২ সাখওয়াত হোসেন মোল্লা, পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাক্কী বিল্লাহ। ত্রান বিতরন কার্যক্রম পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোমেনুল হক রাজু প্রমুখ।
এছাড়াও বিতরণ কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন ২ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলাল মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকির৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ ও পৌর আওয়ামীলীগের নির্বাহী সদস্য কবির মিয়া।
উপহার সামগ্রী বিতরনকালে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া জনগণকে বাড়িতে ও নিরাপদে থাকার আহবান জানিয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দীঘার্য়ু ও সুস্থতা কামনা করেন দেশ বাসির কাছে দোয়া প্রার্থনা করেন ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, আপনারা খাবারের জন্য কেউ মারা যাবেন না । কারো খাবারের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন । কিন্ত ঘর থেকে কেউ বের হবেন না । আপনারা সবাই ঘরে থাকবেন ।
Leave a Reply