এই পর্যন্ত ১০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরন
শিবপুর সংবাদদাতা : শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শিল্পপতি মোঃ সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষজন এখন খুবই দু:সময় পাড় করছে। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন অসহায় জনগনের পাশে দাঁড়ানোর জন্য। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনগনের পাশে দাঁড়িয়েছি।
শিবপুরে এপর্যন্ত ১০ হাজার পরিবারে আমি খাদ্য সামগ্রী বিতরণ করেছি। তিনি বুধবার (১৯ মে) সিরাজুল ইসলাম মোল্লা সমাজ সেবা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ কেজি সয়াবিন তৈল ও ১ কেজি লবণসহ মোট ১৮ কেজি খাদ্য সামগ্রী।
Leave a Reply