“
সংবাদদাতা: ভৈরবের কালিপুরে ঈদকে সামনে রেখে সকল প্রতিকূলতার মাঝেও “কালিপুর-রামশংকরপুর প্রবাসী পরিষদ”এর সদস্যরা প্রতি বছরের মত সামন্য কিছু মিষ্টি মুখের ব্যবস্থা করেছে। এই মহামারিতে প্রবাসীরা অনেক সমস্যায় থাকার পরও এগিয়ে এসেছেন অসহায় মানুষের পাশে , এএক বিরল মানবিক কাজ । কারন প্ররবাসীদের অনেক পরিবার আজ বিপদগ্রস্হ। তারা জানান , দেশের এই মহাদূর্যোগে সামান্য কিছু ঈদ খাদ্যসামগ্রী উপহার দিতে পেরে প্রবাসীরা অত্যন্ত খুশী ।
কালিপুর, রামশংকরপুর,কালিপুর পূর্বপাড়া আড়াই’শ ঘরে এই সামান্য ঈদ উপহার দেয়া হয়।
এই উপহার গুলি সবার ঘরে পৌছাতে যারা বিশেষ সহযোগিতা করেছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
, তারা হলেন আরমান মাহমুদ পলাশ, সরদার মোবারক হোসাইন আরমান, মনির মিয়া, হাজী মো: শাহীন, মো: সাজ্জাদ হোসেন অপু ,শিপন মিয়া মো; হামিদ ,মো, ডালিম মিয়া , মানিন্দ্র চন্দ্র প্রমূখ ।
,
Leave a Reply