লাল সবুজ প্রতিবেদক : র্যাব-৪ এর চৌকশ আভিযানিক দল গতকাল রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলীস্থ মেসার্স মোহনা ফিলিং স্টেশন এন্ড সার্ভিসিং সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে আসামীদ্বয়ের স্বীকারোক্তি মতে বিশেষ কায়দায় লুকায়িত তাদের পেটের ভিতর হতে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং বহনকৃত পিকআপের তেলের ট্যাংকির মধ্য হতে ৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট মোট ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মাসুদ মৃধা (৩২), জেলা-গাজীপুর এবং ২। মোঃ নূর মিয়া (৪০), জেলা-নাটোরদ্বয়কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিশেষ কায়দায় বহন করে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মাদক ডিলারদের নিকট সরবরাহ করে থাকে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply