মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ চলমান করোনা ভাইরাসের ফলে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে সুবর্ণচর উপজেলা ১ নং চরজব্বার ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা কর্মিরা ।
বুধবার (২০মে) সকাল ১০ টায় চরজব্বার ইউনিয়নের পরিস্কার বাজারের পাশে অবস্থিত যুবনেতা রাজুর বাড়ীতে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরনবী চৌধুরী, সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মীর নিজাম উদ্দিন ফারুক,খলিল খন্দকার ভারপ্রাপ্ত সভাপতি চরজববর ইউনিয়ন বি এন পি, মোঃহারুন চৌধুরী সাংগঠনিক সম্পাদক চরজববর ইউনিয়ন বি এন পি, রিয়াজুল মাওলা চৌধুরী সভাপতি পদপ্রার্থী চরজববর ইউনিয়ন যুবদল, মোঃ আবু কাওছার সভাপতি পদপ্রার্থী চরজববর ইউনিয়ন সেচ্ছাসেবক দল, মোঃ ফারুক আহম্মেদ সভাপতি পদপ্রার্থী চরজববর ইউনিয়ন যুবদল, ইউছুপ আলী কচি সাধারণ সম্পাদক পদপ্রার্থী চরজববর ইউনিয়ন যুবদল, এম.এ.হামিদ পাশা ১নংচরজববর ইউনিয়ন ছাত্রদল, ছাত্র ও যুবনেতা তারেক রহমান, মোঃ আলমগীর হোসেন আলো, সম্রাট আকবর, মোঃমিজানুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্য সামগ্রী বিতরণকালে অতিথিরা বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ এবং নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদসদস্য কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ শাহজাহানের সার্বিক তত্বাবধানে পুরো নোয়াখালীর মত সুবর্ণচরে ও প্রতিটি ইউনিয়নে আমাদের খাদ্য সামগ্রী বিতরন কাজ চলমান আছে,নেতাকর্মীরা সে অনুযায়ী কাজ করছে। দূর্যোগে কর্মহীন মানুষের পাশে থাকতে আমরা বদ্ধপরিকর, এসব কার্যক্রম চলামান থাকবে, দেশের যে কোন মহামারি এবং দূর্যোগপূর্ণ মুহুর্তে অসহায় মানুষের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলসহ অঙ্গসংগঠন পাশে ছিল, আছে, থাকবে”। পরে তারা ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।
Leave a Reply