,
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ- মোঃ আবদুর রহমান খাঁন (ওমর খাঁ)
, জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগর উপজেলার চর-ইসলাম পুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড সংরক্ষিত সদস্য নিলুফা আক্তার। হত-দরিদ্র ও ভোক্তা চর-ইসলাম পুর ইউনিয়নে বিভিন্ন গ্রামের দুর্গম এলাকা হাওর ও পানি বেষ্টিত স্হানে বসবাসরত হত-দরিদ্র ও ভোক্তাদের খাদ্য বান্ধব ও ভিজিডি র চাউল ডিলার ও ইউনিয়ন অফিস হইতে উঠাইয়া, দৈনিক নিত্য-পণ্য ও ঔষধ ক্রয় করার জন্য জৈনক সাইফুলের নিকট নগদ টাকা বিক্রি করেন। সাইফুল চাউল গুলো কিনে মহিলা মেম্বার নিলুফা র বাড়িতে রাখেন ।
,
এমনই দাবি হত-দরিদ্র, ভোক্তা, জনগণ, বর্তমান ও সাবেক মেম্বার, সাবেক চেয়ারম্যান ও এলাকাবাসী দাবি তুলে বলেন, মহিলা মেম্বার নিলুফা আক্তার নির্দোষ। আমরা তাহার মুক্তি কামনা করি ।
,
দেখুন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের প্রতিনিধি ঃ- মোঃ আবদুর রহমান খান(ওমর) এর পাঠানো প্রতিবেদন।
Leave a Reply