নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর সদর রোড, কলেজ গেইট ও হাসপাতাল রোডের বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি মামলায় ৩৬ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২১ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে এক দোকানদার দাঁড়িয়ে ছিলেন দোকান থেকে একটু দূরে। তার দোকানের ভিতরে ক্রেতা আছে এমন অভিযোগ উপস্থিত লোকজনের। কিন্তু দোকানী মানতে নারাজ, কারণ তিনি আজ দোকান-ই খুলেননি বলে দাবি করেন। দোকানের চাবিও তার কাছে নেই, চাবি বাসায়। এসময় বাসা থেকে চাবি আনিয়ে উপস্থিত লোকজনের সম্মুখে দোকান খুলেন মোবাইল কোর্ট। সঙ্গে সঙ্গে ১০ জন ক্রেতা একসাথে দৌড়ে দোকান থেকে বের হয়ে পালিয়ে যায়। আরো ১০-১২ জন ক্রেতাকে দেখা যায় দোকানের ভিতরে। যাদের কারোর মুখেই নেই মাস্ক, মানা হচ্ছিল না স্বাস্থ্যবিধিও। নিষেধাজ্ঞার পরও অবৈধভাবে দোকান খুলে কাপড় বিক্রি, ম্যাজিস্ট্রেটের সাথে মিথ্যা বলে প্রতারণা করায় অবশেষে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ওই দোকানীকে।
জনস্বার্থে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা।
Leave a Reply