সংবাদদাতা :আজ ২২ মে পবিত্র রমজানে এর আখেরী জুম্মা’র দিনে ব্রাক্ষনবাড়িয়া উত্তর পৈরতলা চিশতিয়া জামে মসজিদে একজন কাদিয়ানী বয়স্ক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তার পূর্বের ভুলের জন্য অনুতপ্ত হয়ে আজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আস্থা এনেছে। এই তাওবা সহ পবিত্র কালেমা পড়ান হাফেজ ক্বারী মাওলানা ইউনুছ সাহেব। এ সময় উপস্থিত ছিলেন এম এ কাউসার ,
আলাল ,জামিল, সিহাব,আয়ান, সহ মরহুম হাজী কালা মিয়া চিশতি (র) এর অন্যান্য ওয়ারিশ গন সহ গ্রামের আরো অনেক মুস্ললী। পরে বিশেষ মোনাজাত করা হয় ।
Leave a Reply