এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে ঈমাম মোয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন মসজিদের প্রতিনিধিদের নিকট নগদ অর্থ তুলে দেয়া হয়।
অর্থ বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’র’ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এসময় ভৈরবের ৪শ ৩১ টি মসজিদের ঈমাম ও মোয়াজ্জিনদের মাঝে নগদ ৫ হাজার টাকা করে ২১ লাখ ৫৫ হাজার টাকা তুলে দেন ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, করোনা ভাইরাসের কারনে দেশের সকল মসজিদে মুসল্লি সমাগম কম থাকায় মসজিদের আয় কমে গেছে । তাই ইমাম ও মোয়াজ্জিনদের বেতন বাবদ মাননীয় প্রধান মন্ত্রী সারা বাংলাদেশের মসজিদ গুলোতে অর্থ সহায়তা প্রদান করছেন । এরই অংশ হিসেবে ভৈরবেও এ অর্থ বিতরন করা হয়েছে । এ সময় ঈমামদের লক্ষ্য করে তিনি আরো বলেন,ঈদের জামাত খোলা মাঠে পড়ানো যাবেনা । মসজিদে শারীরিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনে ২/৩ বার জামাত পড়াতে ।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া বলেন, দেশে যাতে কেউ অনাহারে না থাকে সেজন্য প্রধানমন্ত্রী পর্যাপ্ত পরিমান ত্রাণ সহায়তা ও নগদ অর্থ বিতরন করছেন । পাশাপাশি এমপি নাজমুল হাসান পাপন এবং উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ও ভৈরবে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে । এ সময় তিনি আরো বলেন, যদি কোন মসজিদ এ অর্থ সহায়তা থেকে বাদ পড়ে । তাহলে তারা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে তাদেরকে এ অর্থ সহায়তা প্রদান করা হবে । পরে তিনি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।
Leave a Reply