ভৈরব সংবাদদাতা: কিশোরগঞ্জ ভৈরব- কুলিয়ারচরে সাবেক সংসদ সদস্য ও সাবেক ভৈরব পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এর পরিবারের পক্ষ থেকে নিজ অর্থায়নে করোনায় কর্মহীন ৪৫০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছেন । গতকাল বৃহস্পতিবার ( ২১ মে ), ভৈরব পুর দক্ষিণ পাড়া ভৈরব পৌর ২ নং ওয়ার্ড, সাবেক এমপি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক সাহেবের তিন ছেলে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান সাবেক সভাপতি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ, কবিরুজ্জামান রোমান নির্বাহী সদস্য ভৈরব উপজেলা আওয়ামী লীগ, মোঃ আরমান সাবেক অভিভাবক প্রতিনিধি সদস্য ভৈরব সরকারি কেবি হাই স্কুল, উনাদের নিজ কার্যালয় হতে নিজ তহবিল থেকে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয় ।পরে ভৈরবপুর দক্ষিণপাড়া এবং ভৈরব বাজার এলাকার ও এ খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন । করোনা ভাইরাসের সংক্রমণের ফলে লকডাউনের কারণে গৃহবন্দী হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে । এ সময় উনারা বলেন, করোনা পরিস্থিতিতে যেন কেউ না খেয়ে দিন না পার করে সেই লক্ষে ব্যাক্তিগত উদ্যোগে কর্মহীন দের পর্যায়ে ৪৫০ জন খেটে খাওয়া ও দরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছি ।
Leave a Reply