ব্রাক্ষনবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন শাহবাজপুর চৌরঙ্গীর মোড় থেকে ৫৮ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প। এসময় রাশেদ (২৮) নামে একজনকে আটক করা হয়। আটককৃত আসামী রাশেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার সেজামোড়া গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে বলে জানা যায়।
র্যাব সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প জানতে পারে যে একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত মাদকদ্রব্য সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা এলাকা হতে দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
র্যাব আরো জানায় যে, গতকাল মঙ্গলবার সকালে মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাবে এমন তথ্যের ভিত্তিতে এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল সকাল ৮ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুর এলাকার চৌরাংগীর মোড় নামক স্থানে ঢাকা -সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করা হয় এবং গাড়ি তল্লাশী করতে থাকি। তল্লাশী কালে সকাল ৯.৩০ ঘটিকার সময় পূর্ব সংবাদের ভিত্তিতে একটি মিনি কভার্ডভ্যান তল্লাশী করে এর ভিতর থেকে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় মাদকদ্রব্য গাঁজা বহনকারী মিনি কভার্ডভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৩২,৪০,০০০/- টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Leave a Reply