রিয়াজ আহমেদ (ইসলামী বিষয়ক প্রতিবেদক) অচিরেই আমার নিদর্শনাবলি পৃথিবীর কোন এক
দিগন্তে তাদেরকে দেখাবো এবং তাদের নিজেদের
মধ্যেও ; ফলে তাদের নিকট স্পষ্ট হয়ে উঠবে যে,
এ কুরআনই সত্য।
__সূরা হামীম সাজদাহ-৪১ (৫৩)
যখন এই ওয়াদা পরিপূর্ণ হওয়ার সময় হবে, তখন আমি মাটি থেকে এক প্রকার প্রাণী বের করব, যা মানুষের সাথে কথা বলবে। বস্তুতঃ
তারা আমার আয়াতসমূহ বিশ্বাস করত না।
সেদিন আমি প্রত্যেক উম্মত থেকে এক একটি দলকে সমবেত করব, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করত। অতঃপর তাদেরকে বিভিন্ন
দলে বিন্যস্ত করা হবে।
তারা উপস্থিত হলে আল্লাহু বলবেন, তোমরা কি আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে ছিলে? অথচ এ বিষয়ে তোমাদের কোন জ্ঞান ছিল না। না কি তোমরা অন্য কিছুও করছিলে?
জুলুমের কারণে তাদের প্রতি শাস্তির প্রতিশ্রুতি এসে গেছে। সুতরাং তারা এখন কথাও বলতে পারবে না। __সূরা নামল- ২৭ (৮২- ৮৫)
Leave a Reply