মাহতাব উদ্দিন চৌধুরী (চট্টগ্রাম থেকে) চট্টগ্রামভিত্তিক দেশের শীর্ষ শিল্প পরিবার এস আলম গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোরশেদুল আলম (৬২) করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছেন। নিহত মোরশেদুল এনআরবি গ্লোবাল ব্যাংকেরও পরিচালক ছিলেন।শুক্রবার (২২ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে হাসপাতালটির আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, বৃহস্পতিবার মোরশেদুল আলম শ্বাসকষ্টসহ আইসিইউতে ভর্তি হন। আজ সারাদিন উনার শারীরিক অবস্থা ভালো থাকলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উনার এক দফা কার্ডিয়াক এরেস্ট হয়। এরপর রাতে ১০টা ৫০ মিনিটের দিকে চিকিৎসকরা উনাকে মৃত ঘোষণা করেন।প্রসঙ্গত, রোববার (১৭ মে) রাতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের আপন পাঁচ ভাইও এক নারী করোনায় শনাক্ত হন। ছয়জনই গ্রুপের পরিচালক।
Leave a Reply