বিশেষ সংবাদদাতা; করোনায় মুক্তিযুদ্ধের সংগঠক, ভোরের কাগজের সাবেক শিফট ইন চার্জ সুমন মাহমুদের মৃত্যু।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দৈনিক ভোরের কাগজের সাবেক শিফট ইন চার্জ প্রবীন সাংবাদিক সুমন মাহমুদ আর নেই। করোনা আক্রান্ত হয়ে গতকাল বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, সুমন ভাইয়ের পরিবারের অনেকেই করোনা আক্রান্ত। তবে সুমন ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তিনদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক পারভিন শাহিদা আক্তার অনেক চেষ্টা করেও সুমন ভাইয়ের জন্য আইসিইউ ম্যানেজ করতে পারছিলেন না। শেষ পর্যন্ত পুরাণো ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। সেখানেই তিন দিন মৃত্যুর সাথে লড়াই শেষে গতকাল বিকেলে হার মানেন করোনার কাছে।
একজন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সংগঠক সিনিয়র সাংবাদিকের বিদায়ে সাংবাদিক সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply