আব্দুর রহিম বাবলু :-
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন চিওড়া গ্রামে এনায়েত উল্লাহ স্বাস্থ্যকর্মী তার করোনা পজেটিব আসে। তখন তাঁর পরিবরের পাশে থাকার ঘোষণা দেওয়া চিওড়া সমাজকল্যাণ পরিষদ প্রতিষ্ঠা ও সভাপতি ঢালুয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আহ্বায়ক সাইয়েদ মুহাম্মাদ রুবেল। তারই ধারাবাহিকতায় পরিবারগুলোর নিত্য প্রয়োজনীয় বাজারসহ, চিকিৎসার খোঁজ খবর নিচ্ছে। করোনা পজেটিব বাড়িতে পরিবার গুলোর নিকট পৌঁছে দিয়েছে মানবিক সহায়তা। এ সম্পর্কে সাইয়েদ মুহাম্মাদ রুবেল বলেন এটি কোন সহায়তা নয় বরঙ সমাজের পক্ষ থেকে একটি বার্তা ছিলো.. “করোনা যুদ্ধে তিনি একা নন, চিওড়া গ্রাম বাসী ও তরুন সমাজ তাদেরর পাশে রয়েছেন।
Leave a Reply