এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরব বাজারের লোহা পট্টি খেয়া ঘাট থেকে ৫ কেজি গাঁজাসহ রাকিবুল হাসান (২৫) নামে এক যুবককে আটক করে ভৈরব নৌ পুলিশ। গতকাল শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় তাকে আটক করা হয়। আটককৃত রাজিবুল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ভাটিচর নোয়া পাড়া গ্রামের মৃত হাসিম উদ্দিনের পুত্র বলে জানা যায়।
পুলিশ জানায় করোনা মহামারীতে দেশের জরুরী আইন অনুযায়ী এক উপজেলার মানুষ যেন অন্য উপজেলা প্রবেশ করতে না পারে সেই লক্ষে দ্বায়িত্ব পালন করে যাচ্ছে ভৈরব নৌ পুলিশ। জরুরী সেবা ব্যতিত মানুষ যেন নৌ পথে পারাপার না করতে পারে সেই লক্ষে প্রতিদিনের ন্যায় গতকাল শুক্রবারও খেয়া ঘাটে দ্বায়িত্ব পালন করছিলেন এ এস আই ইকবাল ও স্বঙ্গীয় ফোর্স। এমন সময় আশুগঞ্জ থেকে আগত একটি নৌকা দিয়ে কিছু যাত্রী আসলে তাদের কে কারন জিজ্ঞাসা করে পুলিশ। এই সুবাদে রাজিবুলের ব্যাগের ভিতরে কি আছে পুলিশ জানতে চাইলে সে হকচকিয়ে উঠতে দেখলে তাকে সন্দেহ করা হয় এবং তার সাথে থাকা ব্যাগটি তল্লাশী করা হয়। তল্লাশী করে ব্যাগের ভিতর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে বলে জানায় পুলিশ।
আসামীর সাথে এবিষয়ে কথা বললে সে জানায় যে, আমি ব্রাহ্মণবাড়িয়ার সুলতান পুর থেকে ব্যাগটি নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলাম। গণ পরিবহন না থাকায় আলাদা আলাদা পরিবহনে আশুগঞ্জ আসার পর নৌকা যুগে ভৈরব আসলে পুলিশের সন্দেহ হলে আমাকে তল্লাশী করে গাঁজাসহ আমাকে আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনাটি নিশ্চিত করে ভৈরব নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান লোহা পট্টি খেয়া ঘাটে তাকে সন্দেহ হলে তল্লাশী করে তার সাথে থাকা ব্যাগে ৫ কেজি গাঁজা পাওয়া গেলে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। এবিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply