র্্যাব -৪ এর অধিনায়ক মো: মোজাম্মেল হক করোনায় আক্রান্ত । দিনরাত অবিরাম যে মানুষটি মানুষেের জন্য কাজ করে গেছেন , আজ নিরবতা, একাকিত্বতা তাকে আকড়ে ধরেছে। তার বুকে মনোবল আছে, আছে বিশ্বাস , মানুষের ভালবাসা আর দোয়া ,তিনি জানিয়েছেন..
আমি এখন পর্যন্ত ইনশাল্লাহ ভাল আছি। পরীক্ষায় করোনা পজিটিভ হলেও অদ্যাবধি আমার শরীরে কোন উপসর্গ নেই। আমি আমার বাসায় একাকী একটি কক্ষে আইসোলেশনে আছি। গত ২ মাস ১৫ দিন প্রতিনিয়ত মাঠে ময়দানে রাস্তাঘাটে সরেজমিনে উপস্থিত থেকে করোনা প্রতিরোধে গণসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি অসহায় মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়িয়েছি। করোনা একটি মারত্মক ছোঁয়াচে রোগ তাছাড়া বৈশ্বিক করোনা মহামারীর অবিচ্ছেদ্য অংশ হিসেবে বাংলাদেশেও সীমিত আকারে সামাজিক সংক্রমণ হয়েছে। কাজেই জনস্বার্থ এবং জনস্বাস্থ্য রক্ষার্থে কাজ করতে গিয়ে যে কেউ করোনা আক্রান্ত হতে পারে। আমার করোনা আক্রান্তের খবর জেনে দেশ এবং বিদেশ থেকে হাজার হাজার আমার প্রিয় শুভাকাংখী ফেসবুকে, মেসেন্জারে এবং Cell phone এ মেসেজ পাঠিয়ে এবং ফোন করে খবর নিয়েছেন, আমার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং আরোগ্য কামনা করেছেন। ইচ্ছে থাকা সত্তেও আমি response করতে না পারায় আপনাদের নিকট দুঃখপ্রকাশ করছি।আমি সত্যই আপনাদের ভালবাসায় অবিভুত, বিস্মিত এবং চিরকৃতজ্ঞ। আমি আমার এবং আমার পরিবারের সদস্যদের জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী। আপনাদের দোয়ার বরকতে এবং আল্লাহর দয়ায় সম্পূর্ণ সুস্থ্য হয়ে আমি আবার করোনা যুদ্ধে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। দয়া করে আপনারা স্বাস্হ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলুন। ইনশাল্লাহ আমাদের সম্মিলিত প্রচেষ্টায় শিঘ্রই আমরা করোনা সংকট থেকে মুক্তি পাবো।করোনা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমি সাধারন মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।
Leave a Reply