ভৈরব সংবাদদাতা : আজ ২৩ মে ২০২০ শনিবার প্রতিবারের মত এবারও আন্তর্জাতিক সাহায্য সংস্হা কাতার চ্যারেটির অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস (NORR) এর পরিচালনায় ভৈরবের চন্ডিবেরে দেশের সর্ববৃহৎ মেয়েদের এতিমখানা হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার এবং জোবায়দা ওয়াজির শিশু সনদের ( এতিমখানা) ১৩৫০ জন এতিম ও বিধবা মাতাদের মাঝে বাংলাদেশ সরকারের বর্তমান নিয়মনিতি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্হিত ছিলেন কাতার চ্যারেটি বাংলাদেশের প্রজেক্ট সহকারি জসীম উদ্দিন, হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী,বিশিষ্ট লেখক ও সহকারি অধ্যাপক মোঃ শহীদুল্লাহ,হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রধান সমন্বয়কারি মাহিন সিদ্দীকি, ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দীকি,ম্যানেজার মোজাহিদুল হক শুভ,প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু,সঃ প্রধান শিক্ষক এ কে এম কামরুজ্জামান খান,প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব,হিসাব রক্ষক মুজিবুর রহমান,হাজী আসমত আলী মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাঃ মাসুদ রানা, ল্যাব ইনচার্জ মোঃ আলমগীর,তুষার আহমেদ, ফার্মেসী ইনচার্জ ইকরাম বখস্,ও লিমনসহ আরো অনেকে। আজ প্রত্যেক এতিম পরিবার-কে ১০কেজি চাউল,২লিটার তৈল,২০০গ্রাম গুড়াদুধ,২কেজি চিনি,৪০০গ্রাম সেমাই,১কেজি ডাউল ও ১কেজি লবন প্রদান করা হয় এবং ৪০০শত এতিম মেয়েকে ঈদের নতুন জামাও প্রদান করা হয়।♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
Leave a Reply