ফেনী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের বাদাদিয়া গ্রামের আলী আহমদ মাস্টার বাড়িতে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, নানার বাড়ীতে বেড়াতে অাসা রেজাউল হকের নাতি নাহিদ(০৮) ও একই বাড়ীর সোনাগাজী ইভা টেইলার্সের স্বত্বাধিকারী মো: ইলিয়াছের ছেলে ইরফান (০৮) নামে দুই শিশু দুপুরে বাড়ীর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে খুঁজতে থাকলে ডুবন্ত অবস্থায় দুজনকে পুকুরে দেখতে পায়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
Leave a Reply