রিয়াজ আহমেদ( ইসলামী বিষয়ক প্রতিবেদক): আর আমি মুসলমানদের জন্য প্রত্যেক বস্তুর স্পষ্ট ব্যাখ্যা, পথনির্দেশ, রহমত ও সুসংবাদ
স্বরূপ তোমার প্রতি কুরআন নাযিল করেছি।
সূরা নাহল- ১৬ (৮৯)
মানার কিতাব ছিল,তোমরা তাকে দোয়ার বই বানিয়েছো
বুঝার কিতাব ছিল ,তোমরা তাকে পড়ার বই বানিয়েছো
জীবিত মানুষের জীবন পরিচালনা পদ্ধতি ছিল,
তোমরা তাকে মৃত মানুষের লিখিত ঘোষনা বানিয়েছো
যা জ্ঞানের কিতাব ছিল,তোমরা তাকে অজ্ঞদের হাতে ছেড়ে দিয়েছো
যা সৃষ্টি সম্পর্কে জ্ঞান দিতে এসেছিল,তোমরা তাকে মাদ্রাসায় রেখে দিয়েছো
যা মৃত জাতিকে জীবন দিতে এসেছিল,
তোমরা তাকে মৃতদের অপরাধ মাফ করিয়ে নেয়ার বিষয় বানিয়েছো
হে মুসলমান জাতি! এটি তোমরা কি করেছো?