রাব্বি সরকার, নরসিংদী প্রতিনিধি : নরসিংদী মডেল থানা কর্তৃক বিয়ারসহ মোঃ জুয়েল মিয়া (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে সাটিরপাড়া একালায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল মিয়া বাউলপাড়ার মৃত হযরত আলীর ছেলে।
পুলিশ জানায়, এএসআই দীপক কুমার সরকার ও এসআই নঈমুল মোস্তাক সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন সাটিরপাড়া একালা হতে ২০ ক্যান বিয়ারসহ তাকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত বিয়ারের মূল্য ১৬ হাজার টাকা। আসামী ভয়ানক করোনা ভাইরাস মহামারীতেও মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধ নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply