রফিকুল ইসলাম সিটি রিপোর্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ঈদের আগের দিন রবিবার বিকাল থেকে আজ বুধবার পর্যন্ত করোনা রোগী সন্দেহ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৯ জন। এদের মধ্যে ৫ জন (কোভিট-১৯) পজিটিভ পাওয়া যায়।
এ ছাড়াও অনেকের নমুনা সংগ্রহ করা হয়েছে, তাদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। এ নিয়ে গত ১ মে থেকে ২৭ মে পর্যন্ত ২৭ দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২২৭ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্র থেকে মৃতরা হলেন, ডা. আমেনা খাতুন (৬৩), মেহেরুন নেসা (১০০), আকতার হোসেন (৫০), আব্দুল জব্বার (৫৬), সোহেল(৩২), মনির (৫৫), সাহারা সূআক্তার (৬৫) মনোয়ারা (৫২), রাশিদা বেগম (৫০), সিনহা খসরু (৫০), ঝুমা রানী সুত্রধর (৩৬), আলাউদ্দিন (৭২), আব্দুস সালাম (৫৫), তাজুল ইসলাম (৫৫), আব্দুল মালেক (৬০), মুকতার হোসেন (৫২), রাশিদা (৪৫), মো. রুহুল আমিন (৪০), মো. খোকন (৪৫), দিপু (১২), শাহীনা (৫৩), দেবাশীষ (২১), ফিরোজা (৪২), তমাল বেহারী (৭৫), হোসনে আরা (৫৫), নবী হোসেন (৬৫), কুদরত ই খুদা (৬৮) বাবলী বেগম (৫৫), জয়নাল (৫৮), সালমা (৫১), লাল মোহাম্মদ (৭৫), কাউছার (৪১), প্রদীপ (০৮), শাহজাহান (৪৮), ফাতেমা (৫১), মামুন (২৫), সাজ্জাদ (৫০), নাসিমা (৫৮), মিসেস সুফিয়া খানম (৮০), কাইয়ুম (৫৫), আবুল কালাম (৬৫), আব্দুল মান্নান (৮৫), সালেহা (৬৫), সুমাইয়া (২৯), রাহিমা (৭০), আব্দুল মান্নান (৬৮), শরিফা (৫৪) ও জাকিয়া সুলতানা (৩০)।
Leave a Reply