এ কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহুর নিকট
থেকে নাযিলকৃত। আমি তোমার প্রতি এ কিতাব যথাযথভাবে নাযিল করেছি; সুতরাং তার অনুগত
হয়ে বিশুদ্ধচিত্তে তাঁর ইবাদত কর। জেনে রাখ, একনিষ্ট আনুগত্য আল্লাহুরই প্রাপ্য।
যারা আল্লাহু ছাড়া অন্যকে অভিভাবকরূপে গ্রহণ করে তারা বলে, আমরা তাদের ইবাদত এ জন্য
করি যে, তারা আমাদেরকে আল্লাহুর সান্নিধ্যে এনে দেবে।
তারা পরস্পরে যে বিষয়ে মতভেদ করছে আল্লাহু তার ফয়সালা করে দেবেন। নিশ্চয় আল্লাহু মিথ্যাবাদী ও কাফেরদেরকে সৎপথ দেখান না।
মুহাম্মদ তুমি বল, আমি আদিষ্ট হয়েছি আল্লাহুর
আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে তাঁর ইবাদত করতে;
ও আদিষ্ট হয়েছি আমি যেন মুসলিমদের অগ্রণী
হই; বল, আমি যদি আমার প্রভুর অবাধ্য হই, তবে আমি ভয় করি মহাদিনের আযাবের।
বল, আমি আল্লাহুর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে তাঁরই ইবাদত করি। সুতরাং তাঁকে ছাড়া যাকে ইচ্ছা তোমরা তার ইবাদত কর।
__সূরা যুমার- ৩৯ (১- ৩, ১১- ১৫)
Leave a Reply