খুলনা থেকে এইচ এম আলমগীর, খুলনা বটিয়াঘাটা নতুন বাস টার্মিনালে আজ বুধবার ভোররাতে আনুমানিক চারটার সময ভয়াবহঅগ্নিকাণ্ডের খালের উপর ঝুলন্ত 35 দোকান পুড়ে ছাই প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি এলাকাবাসী সূত্রে জানা যায় বুধবার গভীর রাতে হঠাৎ তারা আগুনের শিখা দেখে চমকে ওঠে স্থানীয় মসজিদের মাইকে বারবার মাইকিং করে আগুন লেগেছে বলে এলাকাবাসীদের ডাকা হয় এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে প্রায় 80 থেকে 85 শতাংশ পুড়ে যায়,তারা জানায় ফায়ার সার্ভিসের ফোন দেওয়া হয়ে ছিল,যদি ফায়ার সার্ভিসের গাড়িটি ঘটনাস্থলে অতি দ্রুত আসতো তাহলে হয় তোবা এত বড় ক্ষতি হত না তাদের দাবি ফায়ার সার্ভিস গাড়ি ঘটনাস্থলে দেরি না করে তাড়াতাড়ি এসে পৌঁছালে হয়তোবা এই অগ্নিকাণ্ডে থেকে ক্ষয় ক্ষতি খুবই কম হতো ।ঘটনাস্থলে বটিয়াঘাটার ই এন ও এবং বটিয়াঘাটার থানার অফিসার ইনচার্জ পরিদর্শন করেন।
Leave a Reply