আব্দুর রহিম বাবলু :-
আজ বুধবার নতুন করে আরো ৫ জনের করোনা পজিটিভ হয়েছে । এদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে, এনিয়ে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২ জনের। সর্বমোট এ উপজেলায় মৃত ২ জন’সহ করোনা সনাক্ত হয়েছে ৫২ জনের , এছাড়াও নাঙ্গলকোটের দুই জনের রিপোর্ট লাকসামে পজেটিভ আসে তারা সহ নাঙ্গলকোটে মোট আক্রান্ত ৫৪ জন। নতুন করে আক্রান্ত উপজেলার দৌলখাঁড় গ্রামের মৃত সিরাজুল ইসলাম, নাঙ্গলকোট নোভা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন এবং ওটি সহকারী মিজানুর রহমান তুহিন তারা আক্রান্ত হয়েছে পাশ্ববর্তী এ্যাপলো হাসপাতালের মার্কেটিং অফিসার উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের এনায়েত উল্লাহর সংস্পর্শে এসে।, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট হাবিবুর রহমান, খাটাচৌঁ কমিউনিটি ক্লিনিকেরর স্বাস্থ্য সহকারী গোলাম মহি উদ্দিন যারা কোভিড-19 আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
নতুন করে করোনা পজেটিভ আসা দৌলখাঁড় গ্রামের মৃত সিরাজুল ইসলাম চট্টগ্রাম থেকে করোনা উপসর্গ নিয়ে বাড়ীতে এসে গত ২৩ মে শনিবার মৃত্যু বরণ করেন। করোনায় এ উপজেলায় মৃত্যুবরণকারী অপর ব্যক্তি রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালিপাড়া গ্রামের আবুল কালাম (৫৫)। তার মূল বাড়ী চট্টগ্রামের মীরসরাই হলেও তিনি প্রায় ২০ বছর আগে ওই গ্রামের মৃত ছেরু মিয়ার মেয়েকে বিয়ে করে এখানে বসবাস করে আসছেন। তিনি গত ১৮ মে সোমবার বিকেলে মারা যান।
নতুন করে নাঙ্গলকোট নোভা হাসপাতাল ও মৌকরা ইউনিয়নের খাটাচৌ কমিউনিটি ক্লিনিক লকডাউন ঘোষণা করেছে প্রশাসন । এসব তথ্য নিশ্চিত করেছেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেব।
Leave a Reply