আব্দুল হান্নানঃ ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে মোঃ আবুল বাছির(৪৫) নামের এক লোক চাঁদা দাবী করে ঐ একই এলাকার বাসিন্দা মোঃ ওসমান মোল্লাকে।আজকে ২৭/৫/২০২০ সকাল ১১ ঘটিকায় ওসমান মোল্লাকে নিজ বাড়ি থেকে বাজারে বাজারে যাওয়ার পথে দলবল নিয়ে বাদা প্রদান করে আবুল বাছির ও তার দুই ছেলে।ওসমান মোল্লাকে বলে চাঁদা না দিয়ে এলাকায় থাকতে পারবি না।এসময় ওসমান মোল্লা চাঁদা দিতে অস্বীকার করায়।তখন আবুল বাছিরের দুই সন্তান মোঃ তারেক মিয়া(২২) ও মো নুর আলম(২৪) ওসমান মোল্লার শার্টের কলার চেপে ধরে।টাকা না দিলে জানে মেরে ফেলবো।
এ রকম পরিস্থিতিতে অট্টগুল শুনে এলাকাবাসী এসে ওসমান মোল্লা কে রক্ষা করে।তখন সবাকে শুনিয়ে আবুল বাছির বলে আজকে বেচে গেলি কিন্তু আবার সুযোগ পাইলে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেয়।
প্রত্যক্ষদর্ষীরা বলেন,ওসমান মোল্লা বাইক যোগে যাওয়ার সময় আবুল বাছিরের বাড়ির রাস্তায় আটক করা হয় তাকে।আমাদের উপস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো সম্ভব হয়নি।আরো বলেন জনসম্মুখে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে ওসমান মোল্লাকে।পক্ষান্তরে তারা আরো বলেন,ওসমান মোল্লা একজন ব্যবসায়ী,রাজনৈতিক ব্যক্তিত্ব।তিনি ক্ষমতা প্রদর্শনে বিশ্বাসী না।একজন পরিশুদ্ধ পরোপকারী মানুষ।
স্থানীয় সূত্র মতে,আরো কয়েক বার ওসমান মোল্লাকে চাঁদা দাবী সহ হুমকি দূমকির অভিযোগ রয়েছে আবুল বাছিরের বিরুদ্ধে হরিপুর ইউনিয়ন পরিষদে।এমনকি বিগত কিছুদিন আগে এমন একটি বিষয়ে এলাকার চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁ এবং সর্দারগন সহ বিচার শালিস
করে সমাধানের চেষ্টা করলে আবুল বাছির ও তার ছেলেরা কোনো কিছুর তোয়াক্কা না করে।গায়ের জোরে একই ঘটনার পুনরাবৃত্তি করে আজ।এলাকার মধ্যে আবুল বাছির ও তার ছেলেদের বিরুদ্ধে ডাকাতি
পর সম্পদ
আত্মসাৎ,চাঁদাবাজী,নারীলোভীও সন্ত্রাসী কার্যক্রমের প্রমান ভরি ভরি।এজন্য স্থানীয় লোকজনের কাছে আতংকে পরিনত হয়েছে আবুল বাছির।
ওসমান মোল্লা বার্তা প্রবাহকে জানায়,আমাকে এর আগেও চাঁদা দাবী করে হুমকি দেয়।তারপর আমি বিষয়টি হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান (আখিঁ) এবং গনমান্য ব্যক্তি ও সর্দারগনকে অবহিত করি।তারপর শালিসির মাধ্যমে বিষয়টি মিটিয়ে দেওয়ার পরও আজকে আবার আমাকে তার বাড়ির রাস্তায় আটক করে।বাছির ও তার দুই ছেলে দলবলসহ চাঁদা না দিলে এলাকা ছাড়বি নইলে মেরে দিবো বলে কলার চেপে ধরে।স্থানীয় লোকজন এসে তাদের কাছে থেকে আমাকে রক্ষা করে।তিনি আরো বলেন আমি এখনো কারো ক্ষতি করিনি।অন্যায় ভাবে আমি কখনো চাঁদা দিবো না।
ঘটনার পর আজ বিকাল ৪ ঘটিকায় নাসিরনগর থানা আবুল বাছির ও তার ছেলেদের নামে চাঁদাবাজী ও মৃত্যুর হুমকি বিষয়ে একটি সাধারণ ডাইরি করা।
Leave a Reply