মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের নানা অপরাধের মূল হোতা আলোচিত সমালোচিত ব্যক্তি মৃত নুর মিয়ার ছেলে শেখ আবিদুর রহমান (৫৫) কে গ্রেপ্তারে এলাকার জনমনে স্বত্বি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা। জানা গেছে শেখ আবিদুর রহমান তার সঙ্গীয় লোকজনকে নিয়ে পেশী শক্তি ও গোষ্ঠীর লাঠির বলে কোন রকম আইন কানুনের তোয়াক্কা না করে দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী আবুল হোসেন চৌধুরীর পুকুরের মাছ ও রোপিত ফসলাদি জোরপূর্বক চুরি করে নিয়ে যায়।
শেখ আবিদুর রহমান সম্পর্কে তার গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই এ প্রতিনিধিকে জানান, তার বিরুদ্ধে নারী কেলেংকারী, অন্যের জায়গা সম্পত্তি ও পুকুর জোরপূর্বক দখল, স্কুলের অর্থ আত্মসাৎ, নিজ স্ত্রীর প্রতি অবিচার, পরবর্তীতে শালিকা বিয়ে সহ নানা অভিযোগ রয়েছে।
২৪ মে ২০২০ বিকাল অনুমান সাড়ে ৩ ঘটিকার সময় শেখ আবিদুর রহমান তার লোকজন নিয়ে প্রতিবেশী আবুল হাসেম চৌধুরীর জমি জোরপূর্বক জমির আইল কাটতে শুরু করে। আবুল হাসেম চৌধুরী তাতে বাঁধা দিলে, আবিদুর রহমান ও তার সঙ্গীয় লাঠিয়াল বাহিনীর লোকজন মিলে বাদীকে প্রাণে হত্যার লক্ষ্যে মারপিট শুরু করে। প্রতিবেশীদের সহযোগিতায় বাদী প্রাণে রক্ষা পায়। অবশেষে নিরুপায় হয়ে প্রতিবেশী মৃত চাঁন মিয়ার ছেলে আবুল হাসেম চৌধুরী বাদী হয়ে আবিদুর রহমান সহ ৪ জন অজ্ঞাত নামা আরো ৩/৪ জনকে আসামী করে নাসিরনগর থানার মামলা নং ৩১, ধারা-১৪৩/৪৪৭/ ৩২৩ /৩২৫/ ৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড মামলা দায়ের করে। মামলার পর পুলিশ আবিদুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। নাসিরনগর থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ ময়নাল হোসেন খাঁন মামলাও শেখ আবিদুর রহমানের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply