মাহতাব উদ্দিন চৌধুরীঃ চট্টগ্রাম নগরীতে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে ব্র্যাক বাংলাদেশ’র সহায়তায় নগরীর ১২ টি স্পটে করোনা টেস্টিং বুথ স্থাপন করা হচ্ছে। আগামী দুয়েক দিনের মধ্যে যার ফলে করোনা সংক্রমণ সন্দেহপ্রবন রোগীরা বুথগুলোতে নমুনা প্রদান করে সহজে পরীক্ষা সহায়তা পাবেন।নগরীর কাট্টলী মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, আন্দরকিল্লা চসিক পুরাতন নগর ভবন, চট্টগ্রাম প্রেস ক্লাব, মেমন টু হাসপাতাল, অক্সিজেন আবদুর রহিম দাতব্য চিকিৎসালয় ও বন্দরটিলা মাতৃসদন হাসপাতালসহ আরো ছয়টি বুথ স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে।
Leave a Reply