রিয়াজ আহমেদ (ইসলামী বিষয়ক প্রতিবেদক) ইতিপূর্বে তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শনসহ ইউসুফ এসেছিলেন। কিন্তু তিনি যা নিয়ে এসেছিলেন তাতে তোমরা সর্বদাই সন্দেহ পোষণ
করতে। পরিশেষে যখন তার মৃত্যু হলো, তখন তোমরা বলেছিলে,
এর পরে আল্লাহু আর কাউকে রাসূল করে পাঠাবেন না। এভাবেই আল্লাহু সীমালংঘনকারী
ও সন্দেহ পোষণকারীদেরকে পথভ্রষ্ট করেন। যারা
তাদের কাছে কোন আগত প্রমাণ ছাড়াই আল্লাহুর
আয়াতসমূহ সম্পর্কে বিতন্ডায় লিপ্ত হয়,
তা আল্লাহু এবং ঈমানদারদের দৃষ্টিতে অতিশয় অপছন্দের বিষয়। এভাবেই আল্লাহু প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ে মোহর মেরে দেন। __সূরা মু’মিন- ৪০ (৩৪,৩৫)
Leave a Reply