প্রিয় দেশবাসী/প্রবাসী ও ফেসবুক বন্ধুরা অাপনারা জানেন যে অামি মোঃ অাব্দুল হান্নান,এশিয়ান টিভি ও দৈনিক অামার সংবাদের ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা প্রতিনিধি। গত মে ২০২০ রোজ শনিবার রাত অনুমান সাড়ে ১০ ঘটিকার সময় অামি হঠাৎ করে হার্ট এ্যাটাক করে ব্রক্ষণবাড়িয়া জেলা সদরে অবস্থিত বেসরকারী,, দি ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড স্পেশালাইড হসপিটালে ভর্তি হইলে অামার অসুস্থতার খবর শুনে অামার রোগ মুক্তি কামনায় ও আপনার দীর্ঘ হায়াতের জন্য অামার এলাকার রত্ন, অামার প্রিয় ভাই,ব্রাক্ষণবাড়িয়া জেলার, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের কৃতি সন্তান,চাতলপাড় উলামা পরিষদের পক্ষ থেকে এশিয়ান টিভির উর্ধতন কর্মকর্তা নাসিরনগরের গর্ব, জনাব অাব্দুল্লাহ অাল মামুন সুবহানী অামার জন্য মহান অাল্লাহর দরবারে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করায় অামি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাছাড়াও অামার অন্য বন্ধু জাতীয় পার্টির কেন্দ্রিয় নেতা মোঃ শাহানুল করিম গরীবুল্লাহ সেলিম তার অারো বেশ কিছু বন্ধুদের নিয়ে অামার রোগ মুক্তি কামনায় ও মহামারী করোন থেকে দেশবাসীকে রক্ষা জনে ৫ হাজার বার করে দোয়া ইউনুছ পাঠ করে মহান রবের নিকট প্রার্থনা করেছেন।তাছাড়া অামার গ্রামের কয়েক জন বৃদ্ব অসহায় মহিলা অামার জন্য মহান রবের নিকট নফল নামাজও অাদায় করেছেন।অামি অাপনাদের কাছে ঋণি,অামি চির কৃতজ্ঞ।
Leave a Reply