,
,মোঃ আবদুর রহমান খাঁন (ওমর খাঁ) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ- করোনা ভাইরাস মহামারি লকডাউন এর মধ্যেও থেমে নেই, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, রেজিষ্ট্রেশন নং-চট্রঃ২০৪০। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত। প্রধান কার্যালয়ঃ- মেড্ডা, ব্রাহ্মণবাড়িয়া এর মাসিক চাঁদা আদায় এর অভিযোগ উঠেছেে। –
,
, শ্রমিক সংগঠনের ড্রাইভার ও শ্রমিকদের অভিযোগে জানাযায়, ট্রাক ও ট্যাংকলরী সংগঠনের ৩/৪ জন শ্রমিক নেতা, শ্রমিকদের উপর প্রভাব বিস্তার করে, ২৫০০/ টাকা সরকার কতৃক প্রনোদনা পাবে বলে, প্রলোভন দেখিয়ে, শ্রমিকদের সদস্য পদ নবায়ন করতে হবে। তাই অসহায় শ্রমিকদের কাছ থেকে ১০০/টাকা করে মাথা পিছু চাঁদা আদায় করছে। শ্রমিক রা মহামারি লকডাউন সময়ে, একেই তো কাজ-কাম নাই, চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে, নেমে আসে শারীরিক নির্যাতন ও মারধোর, করার অভিযোগ পাওয়াযায়। ভুক্তভোগীরা মনে করে দেশের এই ক্লান্তি লগ্নে, অবৈধ চাঁদাবাজ ৩/৪ জন শ্রমিক নেতার বিরুদ্ধে সকল প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।
,
, অনিয়ম দুর্নীতি ও বিধিবহির্ভূত ভাবে চাঁদা আদায় করছে ৩/৪ জন শ্রমিক নেতা, এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের, সাধারণ সম্পাদক, জনাব ওসমান সাহেবের নিকট জানতে চাইলে তিনি বলেন – বিধিবহির্ভূত ভাবে কেউ যদি চাঁদা আদায় করে থাকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমার কোনো আপত্তি নাই ।।
Leave a Reply