রাব্বি সরকার, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ৫০ পিস ইয়াবাসহ পনির মোল্লা (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১ টার দিকে নরসিংদী মডেল থানাধীন বিলাসদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পনির মোল্লা বিলাসদীর মৃত মতিন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, এসআই নূরে আলম হোসাইন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
Leave a Reply