সংবাদদাতাঃ পলাশ উপজেলা চরসিন্দুর বাজারে গত ২৬শে মে সন্ধ্যা আনুমানিক ৮ ঘটিকার সময় নরসিংদী জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুল হক টিপু চরসিন্দুর বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যায়। ঐ সময় বাজারে সিকদার ফার্মেসীতে গেলে মালিক পূর্ব পরিচিত হওয়ায় টিপুকে দোকানের ভিতরে বসতে বলে। দোকানে গিয়ে বসার কিছুক্ষন পর ইউপি চেয়ারম্যান মোফজ্জল হোসেন রতনের নেতৃতে ছোটনখাঁন, সৌরভ, মাসিকুর , আলমগীর, রাজন সহ ২০-২৫ জনের এক দল সন্ত্রাসী বাহিনী টিপুকে প্রানে মেরে ফেলার জন্য হামলা করে। তৎক্ষণাৎ দোকান মালিক সাটার বন্ধ করে দেয়। এই ঘটনার খবর পেয়ে রনি, রানা, রবিউল, গাজী, সুমন মোল্লা, শফিকুল দর্জি, কাওছার মিয়া সহ আরো কয়েকজন লোক টিপুকে বাচাতে এগিয়ে আসলে ঐই সন্ত্রাসী বাহিনী তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে এবং দোকানের সাটারে গুলি করতে থাকে বলে মাহফুজুল হক টিপু জানান। এই ঘটনার খবর পেয়ে পলাশের এমপি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ পুলিশের সহযোগিতায় মাহফুজুল হক টিপুকে উদ্ধার করে নিয়ে যায়। এই ব্যাপারে চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনের কাছে জানতে চাইলে তিনি জানান টিপুর বাড়ি এই এলাকায় নয়। সে প্রতিদিন ২০-৩০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে বাজারে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। আমি বাঁধা দিলে টিপুর সন্ত্রাসী বাহিনী আমার উপর ও আমার লোকদের উপর হামলা চালায়। ও আমার লোক আসিফ, রাজিবের উপর গুলি চালায়। শাহিদুল ও ছুটনের উপর হামলা চালীয়ে গুরুত্বর আহত করে। আমি এ ব্যাপারে পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। উক্ত ঘটনায় উভয় পক্ষের আহতরা চিকিৎসাধীন রয়েছে।
Leave a Reply