1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু  কমিশন  কর্তৃক আয়োজিত নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা,সভা অনুষ্ঠিত। বঙ্গবন্ধু অসম্ভব শিশু প্রেমিক ছিলেন: ড.কলিমউল্লাহ বঙ্গবন্ধু বাঙালি চেতনার এক অনন্য প্রতিষ্ঠানের নাম: ড.কলিমউল্লাহ আজ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরব প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ জন নামধারী সাংবাদিক ও ২৪ জন অসাংবাদিক সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা। নিহত সেনা সদস্য নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন রংপুরের গঙ্গাচড়ায় চার বছরের কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে (৫৫) বছরের বৃদ্ধা আটক সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের নবীন বরণ অনুষ্ঠিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও বীর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেননি বঙ্গবন্ধু : ড.কলিমউল্লাহ খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, ১ মার্চ মাস থেকেই কার্যকর

পলাশের মাহফুজুল হক টিপুর উপর সন্ত্রাসী হামলা।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২০৮ বার

সংবাদদাতাঃ পলাশ উপজেলা চরসিন্দুর বাজারে গত ২৬শে মে সন্ধ্যা আনুমানিক ৮ ঘটিকার সময় নরসিংদী জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুল হক টিপু চরসিন্দুর বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যায়। ঐ সময় বাজারে সিকদার ফার্মেসীতে গেলে মালিক পূর্ব পরিচিত হওয়ায় টিপুকে দোকানের ভিতরে বসতে বলে। দোকানে গিয়ে বসার কিছুক্ষন পর ইউপি চেয়ারম্যান মোফজ্জল হোসেন রতনের নেতৃতে ছোটনখাঁন, সৌরভ, মাসিকুর , আলমগীর, রাজন সহ ২০-২৫ জনের এক দল সন্ত্রাসী বাহিনী টিপুকে প্রানে মেরে ফেলার জন্য হামলা করে। তৎক্ষণাৎ দোকান মালিক সাটার বন্ধ করে দেয়। এই ঘটনার খবর পেয়ে রনি, রানা, রবিউল, গাজী, সুমন মোল্লা, শফিকুল দর্জি, কাওছার মিয়া সহ আরো কয়েকজন লোক টিপুকে বাচাতে এগিয়ে আসলে ঐই সন্ত্রাসী বাহিনী তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে এবং দোকানের সাটারে গুলি করতে থাকে বলে মাহফুজুল হক টিপু জানান‍। এই ঘটনার খবর পেয়ে পলাশের এমপি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ পুলিশের সহযোগিতায় মাহফুজুল হক টিপুকে উদ্ধার করে নিয়ে যায়। এই ব্যাপারে চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনের কাছে জানতে চাইলে তিনি জানান টিপুর বাড়ি এই এলাকায় নয়। সে প্রতিদিন ২০-৩০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে বাজারে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। আমি বাঁধা দিলে টিপুর সন্ত্রাসী বাহিনী আমার উপর ও আমার লোকদের উপর হামলা চালায়। ও আমার লোক আসিফ, রাজিবের উপর গুলি চালায়। শাহিদুল ও ছুটনের উপর হামলা চালীয়ে গুরুত্বর আহত করে। আমি এ ব্যাপারে পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। উক্ত ঘটনায় উভয় পক্ষের আহতরা চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..