ফেনী প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞাঁ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা সিদ্দিকীর পর এবার উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও আজ আরো ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের একজন দাগনভূঞাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। অপর ৪ জনের বাড়ি দাগনভূঞা সদর ইউনিয়নের পূর্ব জগতপুর ও ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুরে। তারা ঈদ উপলক্ষ্যে ঢাকা থেকে গ্রামে এসেছে। অন্য একজন সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামে ঈদের আগের দিন অসুস্থ হয়ে হঠাৎ মারা যান স্থানীয় একটি মসজিদের ইমাম। তার নমুনা সংগ্রহ করা হলে প্রতিবেদনে পজেটিভ আসে। অন্য দুইজন সদর উপজেলার বাসিন্দা।
সূত্র আরো জানায়, গত ১৬ এপ্রিল জেলায় প্রথম এক যুবকের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর দেড় মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। এর মধ্যে সদর উপজেলায় ২৯ জন, ছাগলনাইয়ায় ১৪ জন, দাগনভুঞার ১৯ জন, সোনাগাজীতে ১১ জন, পরশুরামে ৭ জন, ফুলগাজীতে ৫ জন। অপর চারজন পাশ্ববর্তী চট্টগ্রাম, মিরসরাই্, চৌদ্দগ্রাম ও সেনবাগের বাসিন্দা ফেনী জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করে আক্রান্ত হয়েছেন। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রেরণ করা হয়েছে।আক্রান্তদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্য রয়েছেন। সুস্থ হয়েছেন ৩৮ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বুধবার পর্যন্ত ১ হাজার ৩শ ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ থেকে বুধবার ১ হাজার ২শ ৩১ জনের প্রতিবেদন আসে।
Leave a Reply