মাসুদ রানা বাবুল ঃ বৃহস্পতিবার (২৮ মে ২০২০ খ্রিঃ) তারিখ দুপুরে হঠাৎ মাথা ব্যাথা ও শ্বাস কষ্ট জনিত কারনে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হন ফেরদৌসি বেগম (২৭)। ঐ দিনই সন্ধ্যা ১৯:০০ ঘটিকায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করেন তিনি। করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে এই ভয়ে ফেরদৌসি বেগম এর স্বামীর বাড়ীর ও বাবার বাড়ীর পক্ষের কোন লোকজনই মৃতার লাশ বুঝে নিচ্ছিলেন না। ফেরদৌসি বেগমের স্বামী- আল আমিন এর বাড়ী ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার খাল্লা গ্রামের এবং তার বাবার বাড়ী ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার সলিমগঞ্জ গ্রামে। তার স্বামী ১০ বছর যাবৎ মালদ্বীপে থাকে। নরসিংদী পৌরসভার সালিধাতে হাসানের বাড়ীতে ৫ম শ্রেণীতে পড়া ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।
পরবর্তীতে নরসিংদী মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে পুলিশ সুপার, নরসিংদী জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম এর নির্দেশে হাসপাতাল থেকে লাশ বুঝে নেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সৈয়দুজ্জামান।
শুক্রবার ২৯ মে ২০২০ খ্রিঃ তারিখ নরসিংদী জেলা পুলিশ কবর খুঁড়া থেকে শুরু করে ওই নারীর দাফনের ব্যবস্থা গ্রহণ করে। নরসিংদী পৌর কবরস্থানে দাফন করেন নরসিংদী মডেল থানার ওসি-সহ থানা পুলিশের সদস্যগণ।
Leave a Reply