রিয়াজ আহমেদ ( ইসলামী বিষয়ক প্রতিবেদক) তোমরা তোমাদের প্রভুর অভিমুখী হও এবং তাঁর নিকট আত্মসমর্পণ কর তোমাদের নিকট আযাব
আসার পূর্বে ; আযাব এসে পড়লে তোমরা সাহায্য
প্রাপ্ত হবে না। তোমাদের প্রতি তোমাদের প্রভুর পক্ষ থেকে নাযিলকৃত উত্তম বিষয়ের অনুসরণ কর-তোমাদের উপর অজ্ঞাতসারে ও অতর্কিত- ভাবে আযাব আসার পূর্বে।
যাতে কেউ না বলে, ‘হায় ! আল্লাহুর প্রতি আমার কর্তব্যে আমি তো শৈথিল্য প্রদর্শন করেছি এবং আমি বিদ্রুপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। বা কেউ
যাতে না বলে, আল্লাহু আমাকে পথপ্রদর্শন করলে
আমি তো মুত্তাকীদের অন্তর্ভুক্ত হতাম !
অথরা আযাব দেখে কেউ যাতে না বলে, ‘হায়! যদি পুনরায় আমাকে পৃথিবীতে পাঠাত তবে
আমি হতাম সৎকর্মপরায়ণ।
হ্যাঁ, নিঃসন্দেহে আমার আয়াত তোমার কাছে এসেছিল, তুমি তা মিথ্যা প্রতিপন্ন করেছিলে এবং
অহংকার প্রদর্শন করেছিলে, আর তুমি ছিলে কাফেরদের একজন। _সূরা যুমার-৩৯ (৫৪-৫৯)
Leave a Reply