বি বাড়িয়া প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়ার সদরে বেতবাড়িয়া এলাকা থেকে ৩৭ কেজি গাঁজা ও ০১ টি পিক-আপ’সহ ০২ মাদক ব্যবসায়ী মোঃ আলী হোসেন ( ৩৩ ) ও মোঃ জামাল ( ৪০ ) কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।
আটকৃতরা হলেন ১। মোঃ আলী হোসেন ( ৩৩ ), পিতা-মৃত গোলাপ মিয়া, ২। মোঃ জামাল ( ৪০ ) , পিতা-আব্দুল মালেক, উভয় সাং-কালিপুর বাদসাবিল, থানা- ভৈরব, জেলা-কিশোরগন্জ
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাব সদস্যরা শুক্রবার সকালে ০৬.টায় ঢাকা-সিলেট মহাসড়কের এলাকায় তাৎক্ষণিক তল্লাশি চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকেন । ভোর রাতে কতিপয় মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকা হতে নীল – হলুদ রংয়ের ঢাকা মেট্রো – ন – ১১- ৪০৮৯ আটককৃত পিকআপ তল্লাশি করে ( ক ) ৩৭ কেজি মাদকদ্রব্য গাঁজা, ( খ ) ১ টি ব্যবহ্রত পিকআপ উদ্ধার করা হয় । উদ্ধারকৃত আলামত আনুমানিক মূল্য ১৭,১০,০০০/- টাকা।
Leave a Reply