মোহাম্মদ ইকবাল হোসাঈন :
ফেনীর সোনাগাজী পৌর সভার মাদ্ররাসা মার্কেটের কাপড় ব্যবসায়ী কাজী ক্লথ ষ্টোরের মালিক আব্দুল হালীম ও তার দোকান কর্মচারী অাবদুল ওয়াদুদ সহ ঐ পরিবারে ০৫ জন এবং ঢাকা টঙ্গীথেকে আগত এক চা দোকাদার সহ ছয় জন করোনা আক্রান্ত হয়েছে। ৬ জনের মধ্য মতিগঞ্জ ইউনিয়নে ০৫জন অার দোকান কর্মচারীর বাড়ি সোনাগাজী পৌরসভার ০৬ নং ওয়ার্ড়ে তুলাতুলী গ্রামে মোল্লাবাড়ী। সে ঐ বাড়ীর মোস্তাফিজুর রহমান ছেলে। মতিগঞ্জ ইউনিয়নে দৌলতকান্দী গ্রামের দৌলতকান্দী মাদ্ররাসার পাশে লাল মিয়া ভেন্টার বাড়ীর এ কে এম আব্দুল হালীম মোবারক (৫৪) সহ দোকানের কর্মচারী ও পরিবারে ০৫ জন এবং ভাদাদিয়া গ্রামের আবুল হাসেম এর বাড়ীর আবুল কাশেম রাজু (২৮) করোনা পজেটিভ হওয়ায় ৪নং মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান (বাবু) উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে আব্দুল হালীমের ঘর এবং আবুল কাশেম রাজুর ঘর সহ বাড়িটি লক ডাউন ঘোষণা করেন। তারা সবাই ঈদের দুই একদিন আগে এলাকাতে আসেন। ঐ বাড়িতে ০৯ পরিবারে আক্রান্ত পরিবার সহ সদস্য সংখ্যা ৪২ জন। ভাদাদিয়া গ্রামের আবুল কাশেম রাজু ঢাকায় টঙ্গীতে চা দোকান করেন সেই করোনা পরিক্ষা করান ফেনী সদরে তার পরিবারে সদস্য সংখ্যা ০৬ জন তার বাড়িতে ০২ পরিবারের সদস্য সংখ্যা ১১ জন। মতিগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান রবিউজ্জামান বাবু,করোনা আক্রান্ত আব্দুল হালীম ও আবুল কাশেম রাজুর পরিবার কে তাদের যে কোন প্রয়োজনে সহযোগীতায় চাইলে সহযোগীতায় করার আশ্বাস প্রদান করেন, করোনা রুগীর সাথে একান্ত কথা বলে মনোবল শক্ত রাখার জন্য অনুপ্রেরণা দেন এবং তাদের রোগ মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সবাই কে তাদের জন্য দোয়া করার অনুরোধ করেন ইউপি চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু। চেয়ারম্যান তাদের বাড়ির আশ পাশের সহ এলাকা বাসি কে সহযোগীতা করার জন্য অনুরোধ করেন। এই সময় উপস্থিত ছিলেন -সোনাগাজী মড়েল থানার কর্মকতা সহ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বৃন্দ।
Leave a Reply