রায়পুরা সংবাদদাতা ঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুরো বাংলাদেশ যখন লকডাউনে,
এই ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ অসুস্থতার পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছে।
কর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছে দরিদ্র থেকে মধ্যবিত্ত জনগন,ঠিক তখনই এলাকার এক ঝাঁক তরুণ
মহামারি করোনার এ দুর্যোগকালীন সময়ে বেগমাবাদের অসহায় ও পরিস্থিতিতে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাড়িছে। এরা হলো
ঝাউকান্দি ছাত্র কল্যান পরিষদ।
।তিনটি ধাপে পর্যায়ক্রমে ৩২০ টি পরিবারের পাশে খাদ্য সহায়তা করে অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে।
রাতের আধারে অভিনব কায়দায় উপহার সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেয় সংগঠনের সেচ্ছাসেবীরা,
মানুষকে সাহায্যের নামে ফটোসেশন এ কখনো বিশ্বাসী নয় সংগঠনটি। গোপনীয়তার সাথে উপহার পাওয়া অভাবগ্রস্ত পরিবারের সদস্যরা প্রাণখুলে প্রার্থনা করেছে সংগঠনের প্রতিটি সেচ্ছাসেবকের জন্য।
বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল চাল,ডাল,তেল, পেয়াজ, চিনি,সেমাই,সাবান সব বিভিন্ন জিনিস(১০ দিনের সমপরিমাণ খাবার)।
মহামারি করোনার এ দুর্যোগকালীন সময়ে দেশের অসহায় ও পরিস্থিতির কারণে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাড়াতে পেরে উচ্ছ্বসিত সংগঠনের প্রতিটি সদস্য।
Leave a Reply