সাধন সূত্রধর মানিকগঞ্জ প্রতিনিধি,৩১ মে
আজও পাটুরিয়া ফেরীঘাট হয়ে ঢাকাসহ কর্মস্থলে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার মানুষ।
আজ থেকে লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীরা ফেরিতে পার না হয়ে লঞ্চে পার হয়ে আসছেন। তবে সামাজিক দূরত্ব বজায় না রেখেই যাত্রীরা লঞ্চে পার হচ্ছে। লঞ্চ কর্তৃপক্ষ জানায় মাইকিং করে যাত্রীদের সচেতন করা যাচ্ছে না দৌলতদিয়া থেকে যাত্রীরা লঞ্চে পার হয়ে পাটুরিয়া ঘাটে এসে পড়ছেন বিরম্বনায়। গণপরিবহন বন্ধ থাকায় তারা ইজি বাইক, মোটরসাইকেল, পিকআপ ভ্যান করে ভেঙে ভেঙে ঢাকায় যাত্রা করছেন এতে তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এদিকে যাত্রীবাহী প্রাইভেটকার, মাইক্রোবাস এর সংখ্যা বেড়ে যাওয়ায় ফেরির সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ১০ টি করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
Leave a Reply