রাব্বি সরকার, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে ২শ পিস ইয়াবাসহ মোঃ বিল্লাল হোসেন (৪২) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার (৩১ মে) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের দিকে শিবপুর মডেল থানাধীন বাঘাব এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিল্লাল হোসেন বাঘাবরের মৃত ছায়েদ মিয়ার ছেলে।
জেলা পুলিশের মিডিয়ার সমন্বয়ক ও পরিদর্শক রূপণ কুমার সরকার পিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআই তাপস কান্তি রায় ও এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৬০ হাজার টাকা।
তিনি আরো জানান, আসামী ভয়ানক করোনা ভাইরাস উপেক্ষা করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামী বিল্লাল হোসেনের বিরুদ্ধে ইতোপূর্বে ৪ টি মাদক মামলা আছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply