1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় র‍্যাবের হেফাজতে  সুলতানা জেসমিন নামে এক ভূমি অফিস সহকারীর  মৃত্যু নর্থ- সাইপ্রাস বাংলাদেশ কমিউনিটির “মহান স্বাধীনতা দিবস উদ্যাপন ২০২৩ “ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি ছিল বাঙালির মুক্তি ও স্বাধিকার অর্জনের মূলমন্ত্র: ড.কলিমউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে অভিযান শিক্ষা কর্মসূচির উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান । রংপুরের গঙ্গাচড়ায় চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা ভৈরব থেকে ৩৮ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে ০১ মাদক কারবারীকে আটক টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এর বিদায়: নবাগত অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ কে বরণ। দেশ ও প্রবাসের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম ফসলি জমি দখল করে মাটি বিক্রি, থানায় অভিযোগ বন্দর নগরীর চকবাজারে ডার্ক রেস্টুরেন্ট গুলো যেন অবৈধ মেলামেশার স্বর্গরাজ্য

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে অালহাজ্ব হারুন উর রশীদ কে অাওয়ামীলীগের মনোনয়ন চায় এলাকাবাসী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৪০০ বার

মোঃ অাব্দুল হান্নান,ব্রাক্ষণবাড়িয়া,নাসিরনগর

ঢাকা-৫ ডেমরা-যাত্রবাড়ি আসনের উপ-নির্বাচনে মিডিয়া ব্যাক্তিত্ব অালহাজ্ব হারুন উর রশীদ সি,অাই,পি কে বাংলাদেশ অাওয়ামীলীগের নৌকার মনোনয়ন দিয়ে মহান সংসদের পবিত্র দায়িত্ব পালনের সুযোগ করে দিতে জননেত্রী শেখ হাসিনাও বাংলাদেশ অাওয়ামীলীগের প্রতি অাহবান জানিয়েছেন তার সর্মথকরা।হারুন উর রশীদ সর্মথকরা আশা করছেন সফল শিল্প উদ্যোক্তা, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ হারুন-উর-রশীদ সিআইপি নির্বাচনে মনোনয়ন পেয়ে বিজয়ী হয়ে সংসদে গিয়ে এ অাসনের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন।

হারুন উর রশীধ বলেন, সেখানকার স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে জনগণের সাথে তার সম্পর্ক হৃদয়ের। অসহায়, নির্যাতিত ও দুঃখী মানুষের কল্যাণে নিজের জীবন বিলিয়ে দেয়ার প্রত্যয়ে তাই তিনি লড়তে চান ঢাকা-৫ আসনের উপনির্বাচনে। সদ্য প্রয়াত সংসদ সদস্য হাবীবুর রহমান মোল্লার মৃত্যুতে শূণ্য হওয়া আসনটিতে আলহাজ্জ্ব হারুন উর রশীদ হতে চান নৌকার মাঝি। কেন্দ্রের সবুজ সংকেত তিনিই পাবেন বলে আশা করছেন।

আলহাজ্জ্ব মোঃ হারুন উর রশীদ সিআইপি জানান, উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তির লড়াইয়ে তিনি ছিলেন অগ্রভাগে। মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে পথ চলেছেন অবিরাম; কখনো বঙ্গবন্ধুর আদর্শ থেকে পিছপা হননি। তাঁরই আদর্শে গণ মানুষের সেবায় এবার নিজেকে উৎসর্গ করতে চান বলে জানান আলহাজ্জ্ব হারুন উর রশীদ সিআইপি। তিনি আরও বলেন, দলের দুঃসময়েও কখনো নিজেকে পেছনে রাখেননি, সক্রিয় ছিলেন রাজনীতিতে। তৃণমূলের নেতা-কর্মীরাও রয়েছেন আলহাজ্জ্ব হারুন উর রশীদ সিআইপির পাশে।

তারা জানান, নিজের শ্রম, মেধা, উদার মানবিকতা, বিচক্ষণ রাজনৈতিক চিন্তাশক্তি, তুখোড় দেশ প্রেম ও বঙ্গবন্ধুর আদর্শে সফল ব্যবসায়ী আলহাজ্জ্ব মোঃ হারুন উর রশীদ সিআইপি মিশে আছেন মাটি ও মানুষের মাঝে।

স্থানীয়রা বলেন, ১৯৭৪ সালে রাজধানীর যাত্রাবাড়ীতে স্থায়ী আবাস গড়া আলহাজ্জ্ব হারুন উর রশীদ সিআইপি সময়ের ¯্রােতে কখনো তাদের ভুলে যাননি। ওয়ার্ডে, গ্রামে, স্কুলে, মাদ্রাসায়, ঈদগাহে, বাড়ি বাড়ি তার পদচারনা রয়েছে। এছাড়া মিলাদ মাহফিল, জানাজা, সামাজিক অনুষ্ঠান, মসজিদ, মন্দিরেও তার সরব উপস্থিতি। এলাকার মানুষের বিপদে আপদে সবসময় তাকে পাশে পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রাও। তারা জানান, যখনই মানুষ দুঃখ-দুর্দশার মধ্যে পড়েছে, তখনই আলহাজ্জ্ব হারুন উর রশীদ সিআইপি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ১৯৮৮ সালের বন্যা থেকে শুরু করে বর্তমান করোনা পরিস্থিতিতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পরম ভালোবাসায়। তাই এখানকার স্থানীয় বাসিন্দাদের আশা, এবার দলের ত্যাগী ও পরীক্ষিত এই নেতাদের এবার মূল্যায়ন করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

শুধু এলাকার সাধারণ মানুষের পাশেই দাঁড়াননি, নিজের ব্যবসা প্রতিষ্ঠানেও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আলহাজ্জ্ব হারুন উর রশীদ সিআইপি। সফল ব্যবসায়ী হিসেবে নিজের প্রতিষ্ঠিত করার পাশপাশি তিনি বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে টানা ৬ মেয়াদে পারিচালকের দায়িত্ব পালন করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘‘দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এফবিসিসিআই’র। এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। রপ্তানিতে বিশেষ অবদানের জন্যও সাফল্যের মুকুট পড়েছেন মাথায়, টানা ১৭ বার নির্বাচিত হয়েছেন সিআইপি। বস্ত্র রপ্তানী খাতে পুরস্কার পেয়েছেন ১৬ বার।

ঢাকা-৫ আসনের মানুষের জন্য নিবেদিতপ্রাণ এই মানুষটির আকাশছোঁয়া স্বপ্ন সাধারণ মানুষকে নিয়ে। বলা হয়, কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়ে সুখী। আলহাজ্জ্ব মোঃ হারুন-উর-রশীদ সিআইপি স্বার্থ বিলিয়ে সুখীদের দলের থাকতে চান সবসময়। সুযোগ পেলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চান আজীবন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..