। নরসিংদী থেকে সোহরাব হোসেন খাঁন বাঁধনঃ সমগ্র বাংলাদেশে নোবেল বিজয়ী প্রতিষ্টান গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্দেশে হত দরিদ্র কর্মহীন ও সংগ্রামী ( ভিক্ষুক) পরিবারের মাঝে এই করোনা পরিস্থিতিতে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ দিয়ে সহায়তা প্রধান করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ২ জুন মঙ্গলবার গ্রামীন ব্যাংক নরসিংদী যোনে দ্বিতীয় দফায় পূণরায় ৩৭৯টি অসহায়,দুস্থ, হত দরিদ্র ও সংগ্রামী সদস্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নগদ ৬০০/ টাকা,ও ২৬০০/ টাকার খাদ্য সামগ্রীসহ জন প্রতি ৩২০০/ টাকা করে গ্রামীণ ব্যাংক নরসিংদী যোনের যোনাল ম্যানেজার জনাব মোহাম্মদ নুরুন্নবী মজুমদার এর নেতৃত্বে বিভিন্ন শাখা যেমনঃ পুটিয়া শিবপুর, জিনারদী, চরসিন্দুর, দু…
Leave a Reply